কুমিল্লা র্যাব ১১ সিপিসি এর একটি টিম ৭৭ বোতল বিদেশি মদসহ ২ জনকে আটক করে। র্যাব সুত্র জানায়,২৬ সেপ্টেম্বর, র্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী ২ কুমিল্লার একটি দল শনিবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিন উপজেলার উলন নামক এলাকায় একটি পিকআপ থেকে ৭৭ বোতল বিদেশী মদসহ ২ জন মাদক ব্যাবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পোশাই গ্রামের আব্দুল হকের ছেলে শাহিন আলম শাহিন এবং একই গ্রামের আবদুর রহমানের ছেলে আলী আজগর সোহাগ।