আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১২ টেনিসের দলগত প্রতিযোগিতায় আঞ্চলিক বাছাইয়ে শেষ ম্যাচে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ।
শনিবার (২০ মে) শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে বালক বিভাগে ভারতের কাছে ৩-০ ম্যাচে হেরেছে বাংলাদেশ। বালিকা বিভাগে শ্রীলঙ্কা ৩-০ ম্যাচে মালদ্বীপকে হারায়।
রাউন্ড রবিন লিগ ভিত্তিতে খেলার ফলাফলের ওপর ভিত্তি করে চূড়ান্তভাবে বালক বিভাগে ভারত ও বাংলাদেশ এবং বালিকা বিভাগে ভারত ও শ্রীলঙ্কা দল ফাইনাল রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে। আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১২ দলগত প্রতিযোগিতার ফাইনাল খেলা কাজাখস্তানে হবে।
ঢাকার প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপ অংশ নেয়।
খেলা শেষে বিজয়ী খেলোয়াড়দের ট্রফি ও মেডেল তুলে দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এসময় অন্যরাও উপস্থিত ছিলেন।