কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সদর উপজেলার একটি পাম্প এর সামনে থেকে ১৫ কেজি গাঁজাসহ মাহফুজ (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্র জানায়, কোতয়ালী মডেল থানা পুলিশের এসআই শেখ মফিজুর রহমানের নেতৃত্বে এএসআই আরমান হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সোমবার ১ মে কুমিল্লা সদর থানাধীন জান্নাত ফিলিং ষ্টেশনের সামনে থেকে ১৫ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে।
আটককৃত যুবক কুমিল্লার ধর্মপুর এলাকার খোকন মিয়ার ছেলে। ধৃত আসামির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে।