এক ভেড়ার খোঁয়াড়ে লুকিয়ে থাকার পরও সপ্তমবার ধরা পড়লেন ইতালির জনি দ্য জিপসি ।গত মঙ্গলবার তাকে গ্রেফতার করেছে পুলিশ।
সাজাপ্রাপ্ত আসামি ৬০ বছর বয়সী জিউসেপ্পে মাস্তিনি ‘জনি দ্য জিপসি’ নামে পরিচিতি থাকা ব্যক্তিটি একাধিক খুনের ঘটনার সঙ্গে জড়িত। মাত্র ১১ বছর বয়সে প্রথম খুনটি করে সে। ১৯৭৫ সালে ছবি নির্মাতা পিয়ার পাওলো পাসোলিনি খুন হন। সেই হত্যাকাণ্ডের প্রধান আসামি জিপসি।
গত ৬ সেপ্টেম্বর তাকে সার্ডিনিয়ার কারাগার থেকে সাময়িকভাবে ছেড়ে দেওয়া হয়েছিল এবং সেই সুযোগে তিনি পালিয়ে যান।
ইতালির উত্তর-পশ্চিমের দ্বীপ সারাসির কাছাকাছি একটি জায়গায় পাওয়া যায় তাকে। পুলিশ সে এলাকার বহু বাড়িতে তল্লাশি চালিয়ে শেষ পর্যন্ত এক ভেড়ার খোঁয়াড়ে তাকে খুঁজে পায়। মাস্তিনি অবশ্য এরই মধ্যে তার চুলের রং সোনালি করে ফেলেছিলেন। তারপরও ধরে পড়ে যান তিনি।
ইতালির বার্তা সংস্থা এএনএসএ জানিয়েছে, মাস্তিনি মূলত বার্গামোর বাসিন্দা এবং সত্তরের দশকে পরিবারের সঙ্গে তিনি রোমে চলে যান। সেখানে মাত্র এগারো বছর বয়সেই খুনের ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন।
১৯৮৭ সালে জেল থেকে পালিয়ে যান মাস্তিনি। দুই বছর পালিয়ে থাকা অবস্থায় ছিনতাই, পুলিশ হত্যা ছাড়াও নানা ধরনের অপরাধ করেন।
নানা অপরাধে সাতবার কারাগারে নেয়া হলেও এ পর্যন্ত সাতবার কারাগার থেকে পালিয়েছেন তিনি। একবারও অবশ্য পুলিশের চোখ এড়িয়ে বেশি দিন বাইরে থাকতে পারেননি!
সুত্র এএপপি
এ জাতীয় আরো খবর..