কুমিল্লা কোতোয়ালি মডেল থানার দক্ষিণ চর্থা থিরাপুকুর পাড় এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা।
বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান পিপিএম।
পুলিশ জানায়, গতকাল ৫ এপ্রিল বুধবার রাত সাড়ে দশটার সময় ডিবি পুলিশের এসআই মোঃ রেজাউল করিম সঙ্গীয় এসআই সৈয়দ দেলোয়ার হোসেন, এসআই নিংওয়াই মারমা,এএসআই মোঃ ইলিয়াস, এএসআই প্রান কৃষ্ণ গোস্বামী এবং সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দক্ষিন চর্থা থিরাপুকুর পাড় এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সোহেল প্রকাশ ক্যাম্বেল(৩০), রুবেল(৩২), ইমরান হোসেন(২৩), তারিকুল ইসলাম ভুইয়া(২৫) ও কাউছারকে(১৯ গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ডাকাতদলের সদস্যদের কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান,
তিনটি কার্তুজ,একটি চাপাতি,একটি চাইনিজ কুড়াল ও দুটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়। ধৃত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা রুজু করে ডিবি পুলিশ।