ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছেন, কিয়েভকে সামরিক সহযোগিতার পরিমাণ বাড়ানো তা দ্রুত সরবরাহ এবং রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য।
তিনি বলেছেন, তা না হলে রাশিয়ার এই যুদ্ধ আরও কয়েক বছর ধরে চলতে পারে। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।