টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন দুই শিশুসহ পাঁচ জন।
বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২টায় তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু রেললাইনের ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের ঢেপাকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার ফলদা ইউনিয়নের আগতেরিল্যা গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী লাবনী (৩০), একই গ্রামের সঞ্জব আলীর দেড় বছর বয়সী শিশু মেয়ে জান্নাতি। দুর্ঘটনায় নিহত আরেক নারীর (৩০) পরিচয় এখনও পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢেপাকান্দি এলাকার রেলক্রসিংটি অরক্ষিত। সেখানে কোনও গেটকিপার নেই। দুর্ঘটনার ঝুুঁকি নিয়ে চলাচল করতে হয়। সকালে একটি লোকাল ট্রেন বঙ্গবন্ধু সেতু স্টেশন থেকে জামালপুরের দিকে যাচ্ছিল। এ সময় অটোরিকশায় ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। এতে আহত হন মোট ছয় জন।
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক পারভেজ আহমেদ বলেন, ‘হাসপাতালে মোট ছয় জনকে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকি পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ মো. নবিন #নাগরিকখবরকে জানান, আহত অবস্থায় পাঁচ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের প্রত্যেকের মাথায় রক্তক্ষরণ হচ্ছিল। সবাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, এ ঘটনায় তিন জন নিহত হয়েছেন। দুইজনের লাশ ঘটনাস্থলে রয়েছে। বাকি একজনের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আহত পাঁচজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে