পাবনার সাঁথিয়ায় চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন ও চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে সাঁথিয়া থানা পুলিশ। রোববার (১লা জানুয়ারী) দুপুরে থানা চত্বরে এক প্রেসব্রিফিং এ এসব তথ্য জানান সাঁথিয়া থানার ওসি (তদন্ত) কোমল কুমার দেবনাথ।
প্রেসব্রিফিং এ জানানো হয়, গত ২০ ডিসেম্বর ভোর রাতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। চোরের দল জানালার গ্রীল কেটে ও তালা ভেঙ্গে ৪২ ইঞ্চি এলইডি টিভি, পানির পাম্প, ৪টা ১২ ভোল্টের ব্যাটারি, মাইক্রোল্যাব সাউন্ড সিস্টেম বক্সসহ চুরি হয়। এ ঘটনায় সাথিয়া থানায় গত ২২ ডিসেম্বর মামলা হয়।
৩০ ডিসেম্বর ২০২২ইং রাতে থানার সামনেই ডাঃ মনসুরুল ইসলামের বাড়ীতে ফের একই কায়দায় চুরি সংঘটিত হয়। চোরের দল গ্রীল কেটে এলইডি রঙ্গিন টিভি নিয়ে যায়। এ ঘটনার পরই সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) রফিকুল ইসলাম ও ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথের নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইয়ামিনসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে ৩১ ডিসেম্বর করমজা সান্যাল পাড়ার পেশাদার চোর আশিককে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তিতে সরদার পাড়া আফসারের ছেলে হারুন (২৮) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের স্বীকারোক্তিতে চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ চুরি যাওয়া মালামাল ক্রয় করার দায়ে জুয়েল আহমেদ (৪০) ও করমজা তলট গ্রামের শাহজান আলীকে (৪৫) আটক করা হয়। চুরি যাওয়া উদ্ধারকৃত মালামাল হলো এলইডি টিভি ২টা মোটর পাম্প, ২টা গ্যাস সিলিন্ডার, গ্যাসের চুলা, মাইক্রোল্যাব সাউন্ড সিস্টেম বক্সসহ নানা উপকরন সমুহ।