ইংরেজি নববর্ষ – ২০২৩ উদযাপন ঘিরে ৩১ ডিসেম্বর রাতে ঢাকা মহানগর এলাকায় জন-শৃঙ্খলা ও যানবাহন-শৃঙ্খলা নিশ্চিতকল্পে যানবাহন চলাচলে কিছু সাময়িক ট্রাফিক নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক- তেজগাঁও বিভাগ।
তেজগাঁও ট্রাফিক বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, ৩১ ডিসেম্বর ২০২২ খ্রি. রাত ১০:০০ ঘটিকা হতে পরদিন ০১ জানুয়ারি ২০২৩ খ্রি. ভোর ০৫.০০ ঘটিকা পর্যন্ত হাতিরঝিল এলাকার প্রধান ১০ টি পয়েন্টে ডাইভারশন দেয়া হবে। আজ রাত ১০ টা থেকে হাতিরঝিল অভিমুখে যাওয়ার রামপুরা ইউলুপে গাড়ি চলাচল বন্ধ থাকবে। তবে সাধারন জনগন চলাচল করতে পারবেন।
ডাইভারশনগুলো হলো- মহানগর ব্রীজ দক্ষিণ মাথা, মধুবাগ ব্রীজ দক্ষিণ মাথা, মধুবাগ ব্রীজ পশ্চিম মাথা (বিএসটিআই পর্যন্ত), সিদ্দিক মাস্টারের গলি, কুনিপাড়া, নুর ফার্মেসী গলি, হ্যাপী গার্মেন্টস গলি-১, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন গলি, রেইনবো ক্রসিং ও হোটেল আজমেরী ক্রসিং।
সেই সাথে অতিরিক্ত গতিতে চালানো মোটরসাইকেল এবং গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সড়ক ব্যবহার সংক্রান্তে যে কোন জরুরী প্রয়োজনে ফোন করুন: ডিসি (ট্রাফিক তেজগাঁও): ০১৩২০-০৪৫২০০, এডিসি (ট্রাফিক তেজগাঁও): ০১৩২০-০৪৫২০১, এসি (তেজগাঁও ট্রাফিক জোন): ০১৩২০-০৪৫২১২, এসি (শেরেবাংলা নগর ট্রাফিক জোন): ০১৩২০-০৪৫২১৮ ও এসি (মোহাম্মদপুর ট্রাফিক জোন): ০১৩২০-০৪৫২১৫।
আইন-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে যানবাহন চলাচলের উপযুক্ত ব্যবস্থা বাস্তবায়নকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।