কুমিল্লা লালমাই উপজেলার জয়নগর ও নাগরীপাড়া সংলগ্ন ডাকাতিয়া নদীর ব্রিজের পশ্চিম পাশ থেকে ১৩ বছরের এক শিশুর হাত পা বাধা লাশ উদ্ধার করে থানা পুলিশ। করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতিয়া নদীর নাগরীপাড়্ দক্ষিণ পাড়া ও জয়নগর সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে লাশ পরে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লালমাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে হাত পা বাঁধা কাদা মাখা শরীরের শিশুর মৃত দেহটি উদ্ধার করে।
পুলিশ শিশুটির পরিচয় জানতে বিভিন্ন স্থানে খবর নিয়ে জানতে পারেন নিহত শিশুটি লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের বেতাগাঁও গ্রামের সিএনজি ড্রাইভার আবদুল মালেকের ছেলে শাহ-পরান। লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব বলেন কেন কিভাবে শিশুকে হত্যা করেছে পুলিশ তদন্ত করে রহস্য উৎঘাটন করবে এছাড়া লাশের ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারন ও হত্যায় জড়িত অপরাধীদের গ্রেফতার করলে হত্যার মুল কারন বেরিয়ে আসবে। এ বিষয়ে লালমাই থানায় অজ্ঞাত আসামী করে একটি হতৗা মামলা রুজু হয়।