নয়ন বাংগালির প্রতিবেশী সেচছাসেবক দল নেতা মকবুলের মৃতু্র পর এলাকার জনগনে অসন্তোষ হলে পুলিশ টারগেট করে পল্লবীর সবচেয়ে আলোচিত যে বাসভবনের দিকে তা হচ্ছে নয়ন বাংগালির মা যিনি পল্লবীর মাটি ও মানুষের মা হিসেবে পরিচিত এবং বি এন পি এর জাতীয় নির্বাহী কমিটির দীর্ঘ দুই যুগের সদস্য ও কেন্দ্রীয় নেত্রী বেগম মেহেরূননেছা হক ।
পুলিশ গতকাল রাতে নিচতলার গেইট ভেংগে প্রবেশ করে এবং মা মেহেরূন তখন ৬ তলার ছাদ ঘেষা পাশের ভবনে গিয়ে আশ্রয় নেন ।
পললবী , রুপনগর থানার সর্ব স্তরের নেতা কর্মীর আশ্রয়সথল হলো এই বাংগালির বাসভবন কারন এখান থেকেই সারবক্ষনিক নেতা কর্মী দের খবরাখবর নেয়া সেই বিগত দূসময় গূলো তে এই বাডী টি ছিলো সবার জন্য নিরাপদ একটি ভবন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য পুলিশের এই সাড়াসী অভিযানে অএ এলাকার সব দল মতের লোকরা ক্ষিপ্ত । এই বাসায় গোটা পললবী থানার ৪ টি ওয়ার্ডের মানুষের সকল ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য কমিশনার মেহেরূননেছা হক দিন রাত কাজ করে চলছেন । কিন্তু একদিনের জন্য যদি এখানের বাসভবন বন্ধ থাকে মানুষের ভোগান্তির সীমা থাকে না ।