রাজধানীর মিরপুরে অবস্থিত মুসলিম এইড ইনস্টিটিউট অব টেকনোলজি কর্তৃক বাস্তবায়িত আন্তর্জাতিক সংস্থা মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিস এর সহযোগীতায় ইনক্লুসিভ লাইভলিহুড প্রজেক্ট ২০২২ এর সমাপণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রকল্পের অধিনে বাস্তবায়িত কম্পিউটার অপারেশন, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সাটিফিকেট ও ল্যাপটপ প্রদান করা হয়।
অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ গোলাম কিবরিয়া মডারেটর এর দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি এম.এ সহিদ এবং অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেগম মেহেরুন্নেসা হক, ওয়ার্ড কাউন্সিলর ২,৩,৫ মিরপুর, ডঃ ফাদিয়া সুলতানা হেড অব প্রোগ্রামস, মুসলিম এইড ইউ-কে বাংলাদেশ কান্ট্রি অফিস, সানজিদা খান মজলিস প্রজেক্ট কো-অর্ডিনেটর ইনক্লুসিভ লাইভলিহুড প্রজেক্ট, মুসলিম এইড ইউ-কে বাংলাদেশ কান্ট্রি অফিস।
এছাড়াও বিভিন্ন সরকারী/বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অনুুষ্ঠানে উপস্থিত ব্যাক্তিবর্গ প্রোগ্রামের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের কর্মসংস্থান ও পরবর্তী করণীয় বিষয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।