পটুয়াখালীর গলাচিপায় বিতর্ক :
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মহিউদ্দিন আল হেলাল উপজেলা নির্বাহী অফিসার।
সভাপতিত্ব করেন মোঃ মাহফুজুর রহমান অধ্যক্ষ উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ গলাচিপা,পটুয়াখালী।
বিতর্ক অলিম্পিয়াড ২০২২ ইং এর আলোচ্য বিষয় ছিলো সুশিক্ষা জাতীয় মেরুদণ্ড, এর পক্ষে এবং বিপক্ষে, দুটি দল অংশগ্রহণ করেন।
এই বিতর্ক অনুষ্ঠানে সুশিক্ষা জাতীয় মেরুদণ্ড পক্ষে
রতনদী তালতলী মাধ্যমিক বিদ্যালয় এর ছাত্র ছাত্রীরা যুক্তি খন্ডন করেন।
এবং সুশিক্ষা জাতীয় মেরুদণ্ড এর বিপক্ষে, উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ এর ছাত্র ছাত্রীরা যুক্তি খন্ডন করেন।
দুই দলের বিতর্ক শেষে সুশিক্ষা জাতীয় মেরুদণ্ড এর বিপক্ষে প্রথম স্থান অধিকার কররে প্রিয়াঙ্কা রানী কর্মকার, উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ। এবং সুশিক্ষা জাতীয় মেরুদণ্ড এর পক্ষে দ্বিতীয় স্থান অধিকার করেন, রতনদী তালতলী মাধ্যমিক বিদ্যালয়।
এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ সিরাজুল ইসলাম সহঃ অধ্যাপক, মোঃ এমদাদ হোসেন জোমাদ্দার সহঃ অধ্যাপক,পরিমল কুমার পোদ্দার সহঃ অধ্যাপক, গৌরাঙ্গ চন্দ্র হাওলাদার সিনিয়র প্রভাষক, মোঃএনামুল হক সিনিঃ প্রভাষক, মোঃ শামসুল হক সিনিয়র প্রভাষক,মোঃ আজগর হোসেন সিনিয়র প্রভাষক, গোলাম অলিউর রহমান সিনিয়র প্রভাষক, পলাশ কুমার হালদার সিনিয়র প্রভাষক, আবদুল্লাহ আল মামুন সিনিয়র প্রভাষক,সুভাষ দত্ত সিনিয়র প্রভাষক, বীথিকা রানী নাথ সিনিয়র প্রভাষক, মিজানুর রহমান প্রভাষক, আহসান হাবিব প্রভাষক, আয়শা বেগম প্রভাষক, বীথিকা রানী ভট্ট প্রভাষক, মাকসুদা বেগম সহ শিক্ষক, ফয়েজ আহম্মদ শরীর চর্চা শিক্ষক, আবদুর রব বুলবুল সঃপ্রঃ শিক্ষক,দীপা দাস সহঃ শিক্ষক, আহসান ফরিদ সহঃ শিক্ষক, মজিবর রহমান অঃ সঃ, মাকসুদা বেগম অঃ সঃ, সানজিদা সুলতানা
অঃ সঃ, এসময় আরও উপস্থিত ছিলেন অন্য অন্য স্কুল, মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থী বৃন্দ।