রাজধানীর রামপুরা থানা এলাকা থেকে জিসান নামে এক ছেলে হারিয়ে গেছে। তার বয়স ৭ বছর। উচ্চতা– ৩ ফুট ৯ ইঞ্চি, গায়ের রং– ফর্সা। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিলো থ্রী কোয়াটার জিন্স প্যান্ট এবং আকাশি রঙের গেঞ্জি।
ভিকটিম সাপোর্ট সেন্টার সূত্র জানায়, ০৭ নভেম্বর ২০২২ রামপুরা এলাকায় শিশু জিসানকে খুঁজে পায় রামপুরা পুলিশ ফাঁড়ি। পুলিশের কাছে সে তার বাবার নাম রাসেল ও মায়ের নাম স্মৃতি বলে জানায়। থানা পুলিশ শিশুটিকে নিরাপদ হেফাজতের জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রেরণ করে।
এ সংক্রান্তে ০৭ নভেম্বর ২০২২ রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যার নাম্বার–৩৯১।
উক্ত শিশুর কোন স্বজনের সন্ধান বা ঠিকানা পাওয়া গেলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। (ডিউটি অফিসার– মোবাইল ফোন নাম্বার– ০১৭৪৫–৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার– ০২৪৮১১৮৫৪২)।