ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের দেবগ্রাম থেকে অপহরণের তিনদিন পর ১৮ মাস বয়সি শিশু শিফাতকে উদ্ধার এবং অপহরণকারীদের আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাতে নোয়াখালীর সুধারামপুর থানার সোনাপুর গ্রাম থেকে তাকে উদ্ধার করে পুলিশ। পুলিশের সহায়তায় গতকাল বুধবার শিশু শিফাত মোল্লাকে তার মা বাবার কাছে বুঝিয়ে দিতে আখাউড়ায় নিয়ে আসা হচ্ছে। গত রোববার ফারুক নামে এক মাদকাসক্ত ও তার স্ত্রী পৌর শহরের দেবগ্রাম শিববাড়ি সংলগ্ন এলাকা থেকে ১৮ মাস বয়সি ওই শিশুকে কৌশলে অপহরণ করে নিয়ে যায়। ওই এলাকায় ভাড়া বাসায় থাকেন শিফাতের পরিবার। তার বাবা শিপন মোল্লা পেশায় একজন রাজমিস্ত্রী, মা লাকী বেগম গৃহিণী। তাদের সঙ্গে একই বাড়িতে ভাড়া থাকেন মো. ফারুক ও তার স্ত্রী রুপা বেগম। আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ আলম জানান, অপহরণকারীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার পর শিশুটিকে উদ্ধার করা হয়েছে। শিশুটি বর্তমানে সুস্থ আছে, তাকে তার মা বাবার কাছে বুঝিয়ে দিতে আখাউড়ায় আনা হচ্ছে।