রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ফেন্সিডিলসহ দুই যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগের একটি দল।
গ্রেফতারকৃতরা হলো-মোঃ রুবেল (২৮) ও মোঃ কবির হোসেন (২৭)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারি পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম নাগরিক খবরকে জানান, ০৬ অক্টোবর ২০২২ সন্ধ্যা ০৫.৫০ টায় রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করার সময় যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা এই কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃতরা দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ফেন্সিডিল ক্রয় করে ঢাকায় নিয়ে আসতো। পরবর্তী সময়ে সেগুলো রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করতো। ঘটনার দিন গ্রেফতারকৃতরা বিক্রির উদ্দেশ্যে ফেন্সিডিলসহ ঘটনাস্থলে অবস্থান করছিলো।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।