1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন

পদ্মা দিয়ে টুঙ্গিপাড়ায় গেলেন রাষ্ট্রপতি আবদুল হা‌মিদ

নাগ‌রিক খবর ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১২৩ বার পঠিত

রাষ্ট্রপতি আবদুল হামিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন। শুক্রবার বিকালে পদ্মা সেতু অতিক্রম করে টুঙ্গিপাড়ায় পৌঁছেন তিনি। উদ্বোধনের পর এই প্রথম পদ্মা সেতু অতিক্রম করে রাষ্ট্রপতি টুঙ্গিপাড়া সফর করলেন।

টুঙ্গিপাড়ায় পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

রাষ্ট্রপতি বড় ছেলে ইঞ্জিনিয়ার রেদওয়ান আহমেদ তৌফিক এমপি এবং বঙ্গভবনের কর্মকর্তাসহ পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর মাজারে ফাতেহা পাঠ করেন। জাতির পিতা, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের মর্মান্তিক হত্যাকাণ্ডে শহীদদের বিদেহী আত্মার চির শান্তি কামনায় মোনাজাতে যোগ দেন তারা।

এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং তাদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এ ছাড়া জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।

এর আগে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর রাষ্ট্রপতি হামিদ তার পরিবারের সদস্যদের নিয়ে মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রপতি সেখানে পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীনতার স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

রাষ্ট্রপতির মোটরবহর পদ্মা সেতু অতিক্রম করে বিকাল ৪টা ৩৫ মিনিটে সড়কপথে টুঙ্গিপাড়ায় পৌঁছায়। সেতুতে ওঠার পর আবদুল হামিদ তার গাড়ি থেকে নেমে পদ্মা নদীর দৃশ্য উপভোগ করেন। এ সময় রাষ্ট্রপতি তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনেও অংশ নেন। বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com