কুমিল্লার দেবিদ্বারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৯ আগস্ট) দুপুর পৌনে ৩টায় উপজেলার সুলতানপুর ইউনিয়নের মধ্যনগরন গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধরের নেতৃত্বে এসআই চন্দন চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ১টি রামদা, ৩টি আগ্নেয়াস্ত্রের কার্তুজ, ১টি ছুরি, ৮টি লোহার রড, ২টি রশি ও ৫টি কালো কাপড়ের মুখোশ উদ্ধার করা হয়। এছাড়াও একটি মিনি ট্রাক জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- দেবীদ্বারের গুনাইঘর গ্রামের মনির হোসেনের ছেলে মোঃ ইকবাল হোসেন, বুড়িচংয়ের ছয়ঘরিয়া গ্রামের মোতাহের হোসেনের ছেলে মোঃ সোহাগ মিয়া, মুরাদনগরের ধরানীপাড়া গ্রামের মোঃ ছিদ্দিকুর রহমারে ছেলে মোঃ মুছা মিয়া।
ডাকাত ইকবাল হোসেনের বিরুদ্ধে দেবিদ্বার থানাসহ বিভিন্ন থানায় ৮টি চুরি ও ডাকাতি মামলা রয়েছে।
আটককৃত ডাকাতদের বিরুদ্ধে দেবিদ্বার থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।