1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কু‌মিল্লা জজ‌কো‌র্ট এলাকায় মামলার বাদীর উপর হামলা, আটক ২ সাভা‌রে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭ জুলাই থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হচ্ছে : এনবিআর চেয়ারম্যান দাবি আদায়ে অনড় – কুয়েট শিক্ষার্থীরা অব্যবস্থাপনা ১৫ মাসে দূর করা সম্ভব না- উপ‌দেষ্টা সাখাওয়াত মা‌র্কিন গো‌য়েন্দা সংস্থা এফ‌বিআই প্রধান হলেন ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেল আজ আন্তর্জা‌তিক মাতৃভাষা দিব‌স: শহীদ মিনা‌রে শ্রদ্ধা নি‌বেদন শিক্ষকদের পদ যাত্রায় পুলিশের বাধা রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর গু‌লি‌তে দুজন নিহত,আটক ৫ জনপ্রশাসন মন্ত্রণাল‌য়ের দুই সচিব,১৮ অতিরিক্ত সচিবকে বাধ্যতামূলক অবসর

টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কের দায়িত্ব পেলেন সাকিব

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৫৬ বার পঠিত
সা‌কিব আল হাসান

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সাকিব সংক্ষিপ্ত ফরম্যাটে জাতীয় দলের নেতৃত্বে থাকবেন বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

এ মাসের শেষের দিকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়কত্ব করবেন বাংলাদেশের টেস্ট দলনেতা সাকিব।

জালাল ইউনুস বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে দলকে নেতৃত্ব দিবেন সাকিব আল হাসান। আজ দীর্ঘ বৈঠকের পর আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আসন্ন এশিয়া কাপ, এরপর নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিবেন তিনি।

মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে টি-টোয়েন্টিতে খারাপ সময় পার করছিলো বাংলাদেশ। তাই টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে প্রথম পছন্দই ছিলো সাকিব। সর্বশেষ জিম্বাবুয়ে সফরে দলকে নেতৃত্ব দিয়েছিলেন নুরুল হাসান সোহান। কারন জিম্বাবুয়ে সফরে যাননি সাকিব।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে অধিনায়ক হবার পথেই ছিলেন সাকিব। এমন অবস্থায় বেটিং কোম্পানি বেটউইনার নিউজের সাথে একটি চুক্তি করে বির্তকের জন্ম দেন। ১০ কোটি টাকা মূল্যের ঐ চুক্তিটি সাকিবের ভক্তদের শুধুমাত্র হতাশই করেনি, ক্ষুব্ধ হয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। সাকিবকে চুক্তি বাতিলের জন্য হুশিয়ারও করেছিলেন তিনি। চুক্তি বাতিল না করলে, বাংলাদেশের ক্রিকেট থেকে সরিয়ে দেয়ার কথা জানিয়েছিলেন বিসিবি বস। বাংলাদেশ এবং বিসিবি আইন অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ বেটিং।

বিসিবির কড়া হুঁশিয়ারির পর চুক্তি থেকে সরে দাঁড়ান সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেইজে এই বিষয়ে দেয়া পোস্টটি মুছেও ফেলেন সাকিব।
শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরে আজ (শনিবার) গুলশানে বিসিবি বসের বাসায় দেখা করেন সাকিব। ঐ বৈঠকে উপস্থিত ছিলেন দলের পরিচালক খালেদ মাহমুদ সুজন, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস এবং দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন।
এসময় নিজের অবস্থান পরিষ্কার করেছেন এবং ভুলের জন্য অনুতপ্তও হয়েছেন সাকিব। বোর্ডের অনুমতি না নিয়েই বেটউইনারের সাথে চুক্তি করে বিসিবির নিয়ম ভঙ্গ করেন সাকিব। যেকোন অনুমোদনের জন্য চুক্তিবদ্ধ খেলোয়াড়কে আইন অনুযায়ী বোর্ডের অনুমতি নিতে হয়।

জালাল ইউনুস জানান, বিসিবির পরবর্তী বৈঠকে সাকিবের নিয়ম ভঙ্গের বিষয়টি আলোচনা করা হবে। বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com