1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৫:১৭ অপরাহ্ন

কু‌মিল্লার কন্যাদায়গ্রস্ত এক অসহায় পিতার খোলা চিঠি : মান‌বিকতায় এ‌গি‌য়ে আসুন

ডেস্ক রি‌র্পোট:
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ১৬১ বার পঠিত
অসহায় নয়ন মিয়া

কন্যাদায়গ্রস্ত এক অসহায় পিতার খোলা চিঠি

কন্যাদাগ্রস্ত একটা অসহায় বাবা দীর্ঘদিন অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছেন। চিকিৎসা করাতে দরকার ১২ লক্ষ টাকা। এদিকে রয়েছে চার মেয়ের পড়া-লেখাসহ যাবতীয় খরচ। সংসারে নেই আয় করার মতো কোন ছেলে সন্তান। সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চেয়ে লেখা চিঠি খানা নিম্নে হুবুহু তুলে ধরা হলো।

বিনীত নিবেদন এই যে আমি মোহাম্মদ নয়ন মিয়া (৪৮), পিতা: – মৃত সোনা মিয়া, সাং- দক্ষিণ চর্থা (থিরাপুকুর পাড়), ১৩ নং ওয়ার্ড, সিটি করপোরেশন কুমিল্লার একজন স্থায়ী বাসিন্দা। আমি একজন গাড়ি চালক। দীর্ঘদিন ধরে আমি বাস চালিয়ে আমার পরিবারের জীবিকা নির্বাহ করে আসছি। বেশ কিছুদিন ধরে আমি ডায়াবেটিক রোগে ভূগছিলাম। পরে বিগত প্রায় ৪ বছর পূর্বে আমি গাড়ি চালানো অবস্থায় হাতে ব্যথা পাওয়ার পর সেটাতে সংক্রমণ দেখা দেয়। চিকিৎসা সেবা নিতে গেলে চিকিৎসক এসময় আমার হাতটি কেটে ফেলার পরামর্শ দেয়। তখন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে আমি আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্থ হয়ে পড়ি। সংসারে আমার অবর্তমানে হাল ধরার মতো কোনো ছেলে নেই। আমার চার মেয়ের মধ্যে প্রথম কন্যার বিয়ে হয়। বাকি তিন মেয়ের পড়া-লেখা ও সাংসারিক খরচ যোগাতে পরবর্তীতে অসুস্থাবস্থায় আবারো গাড়ি চালানো শুরু করলে ২০১৯ সালের ফেব্রুয়ারীতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাস এলাকায় আমি গাড়ি চালানো অবস্থায় দুর্ঘটনাকবলিত হই। এতে আমি গুরুতর আহত হই। পরে চিকিৎসকরা পরীক্ষা-নিরিক্ষা করে আমার হৃদযন্ত্রের (হার্ট) সমস্যা খুঁজে পায়। একই সময়ে আমি ষ্ট্রোকে আক্রান্ত হলে দীর্ঘ কয়েক মাস কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা নেই। চিকিৎসাধীন অবস্থায় আমার কথা বলা বন্ধ হয়ে গেলে প্রায় দু’মাস কোনো প্রকার কথা বলতে পারিনি। আমার কোনো ছেলে না থাকায় বড় মেয়ের জামাই শাহিন সাধ্যমতো আমাকে সাহায্য সহযোগীতা করেতেন। এরই মাঝে গত ৮ ফেব্রুয়ারী সন্ধ্যায় পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মেয়ের জামাই মারা যান। বর্তমানে অসুস্থতার কারণে কোন কাজ করতে না পারায় আমি আমার পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছি। আমার সঞ্চয় বলতে শুধুমাত্র বাবার রেখে যাওয়া একটু মাথা গোঁজার ঠাই ছাড়া আর কোন স্থাবর অস্থাবর সম্পত্তি নেই।

অতএব, সকল দিক বিবেচনা করে আমার চিকিৎসাসহ পরিবারের ভরণ-পোষনের জন্য সহযোগীতা করতে আপনার সুমর্জি কামনা করছি।

বিকাশ 01819958059 পার্সোনাল।

সঞ্চয়ি হিসাব নং – 00540310083877

এনসিসি ব্যাংক, কান্দির পাড় শাখা, কুমিল্লা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com