গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে মহামারি শুরুর পর থেকে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৩ জনেই রয়েছে। ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৩৬ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূণ্য দশমিক ৫২ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী বেড়ে হয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৮৬৭ জন।
এর আগে গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে একজনের মৃত্যু হয়। ওই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে রোগী শনাক্ত হয়েছিল ৬১ জন।
মঙ্গলবার (৫ এপ্রিল) করোনাভাইরাসের আপডেট সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।