1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন

বাংলাদেশের তেল-গ্যাস খাতে বিনিয়োগে আগ্রহী উজবেকিস্তান

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ১৯৯ বার পঠিত

বাংলাদেশের তেল ও গ্যাস খাতে বিনিয়োগ করতে চায় উজবেকিস্তান। বৃহস্পতিবার (২৪ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে উজবেকিস্তানের জ্বালানি মন্ত্রীর উপদেষ্টা জোমায়েভ জাসুর খুদাইকুলোভিচের নেতৃত্বে আট সদস্যের এক প্রতিনিধিদল এই আগ্রহের কথা জানান।

এদিন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। উজবেকিস্তানের উপদেষ্টা বলেন, ‘পেট্রোকেমিক্যাল এবং হাইড্রোকার্বন নিয়ে উজবেকিস্তানের কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। ৭০০ মিটার গভীর কূপ খননের অভিজ্ঞতাও রয়েছে। বিশ্বব্যাপি ৭৫টি নিজস্ব রিগ কাজ করছে; বাংলাদেশেও একটি রয়েছে।’

গ্যাস ফিল্ডের উন্নয়নসহ গ্যাস পাইপলাইন নির্মাণেও কাজ করতে আগ্রহ দেখান উপদেষ্টা। নবায়ণযোগ্য জ্বালানি এবং বাপেক্সের সঙ্গে যৌথভাবে কাজ করতেও আগ্রহ প্রকাশ করে উজবেকিস্তান প্রতিনিধি দল।

উজবেকিস্তানের জ্বালানি মন্ত্রী এ সুলতানভ জ্বালানি সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে একটি চিঠি পাঠিয়েছেন এবং উজবেকিস্তান ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, আনুভূমিক খননে উজবেকিস্তানের অভিজ্ঞতা বাপেক্স ও পেট্রোবাংলা কাজে লাগাতে পারে। উজবেকিস্তান প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে জ্বালানি খাতকে সহযোগিতা করতে পারে।

প্রতিনিধি দলে আখমেদজানভ ওটাবেক উলুগবেকভিচ, গবোভ ইভগিনি হাইচ, পারকাহুনকো আলেক্সান্ডার নিকোলাভিচ, মিনাজিটডিনভ কুয়াট মারাটোভিচ, দুসমুখামেদভ ইসঝিগিট ড্যানিয়েলভিচ এবং বাইসভ আলিসার কারাবেকোভিচ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com