হবিগঞ্জের মাধবপুরে কারবারিদের হামলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক এএসআইসহ তিন সদস্য আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছমঙ্গলবার (২২ মার্চ) বিকেলে উপজেলার ভারত সীমান্তবর্তী তেলিয়াপাড়া চা বাগানে এ ঘটনা ঘটে।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের চার সদস্যের একটি দল ওই উপজেলার ভারত সীমান্তবর্তী তেলিয়াপাড়া চা বাগানে অভিযান চালায়। তাদের মধ্যে তিনজন বাগানের মন্দিরের কাছে পৌঁছালে মাদক কারবারিরা লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে এএসআই রতন চন্দ্র গোস্বামী, সিপাহি সাদ্দাম হোসেন ও তপন চন্দ্র বৈষ্ণব আহত হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
দিদারুল আলম আরও বলেন, লোকবল সংকট, পাশাপাশি নিরস্ত্র হওয়ায় অনেক সময় মাদক কারবারিরা দুর্গম এলাকা হলে হামলা চালাতে সাহস করে।