ফেনী আদর্শ সদর উপজেলার শর্শদি হাই স্কুলের জনপ্রিয় শিক্ষক আবদুল কাদের স্যার ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহে ওয়াইন্না ইলাইহী রাজীউন।
তিনি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী এলাকার বাসিন্দা ছিলেন। আজ দুপুর বারটার সময় মরহুমের প্রথম জানাজার নামাজ শর্শদি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। পরে মরহুমের নিজ এলাকায় দ্বিতীয় জানাজা শেষে দাপন করা হয়।
কাদের স্যারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন শর্শদি হাই স্কুলের প্রাক্তন ছাত্র ও কুমিল্লা লারর্নাস কেয়ারের পরিচালক মাহমুদুল হক রিপন। শোক প্রকাশ করেন স্কুলের প্রাক্তন ছাত্র ও নাগরিক খবরের প্রধান সম্পাদক শাহরিয়ার সবুজ। কাদের স্যারের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেন প্রাক্তন ছাত্র ফয়সাল আহমেদ, হুমায়ন কবীর, কামরুল ইসলাম,রেজাইল করিম মুরাদ, দেলোয়ার হোসেন রিপন,জিয়া উদ্দিন,জসিম উদ্দিন, হাবীবুর রহমান হাবীব।