খুলনার তেরখাদায় ট্রলি ও মোটর সাইকেলের সংঘর্ষে মোহাম্মদ মুহিত (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার আজগড়া ইউনিয়নের পুজাখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল চালক মুহিত খুলনা মহানগরীর বসুপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল আলম বলেন, নিহত ব্যক্তির তেরখাদায় একটি মাছের ঘের রয়েছে। সেখানে থেকে খুলনায় ফেরার পথে পুজাখোলা নামক স্থানে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠায়। সন্ধ্যায় সেখানে তিনি মারা যান।
ঘটনার পর ট্রলি চালক পালিয়ে যায় তবে ট্রলি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।