1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন

জরুরি মানবিক করিডোর চেয়েছে ইউক্রেন

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২০৪ বার পঠিত

ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের সপ্তম দিন চলছে আজ। দেশটিতে হামলা জোরদার করেছে রাশিয়া। এতে করে ফার্মেসি এবং হাসপাতালে ওষুধ বিতরণে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ওলেহ লায়াশকো। তাই জরুরি মানবিক করিডোর চেয়েছেন তিনি। বুধবার (০২ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
করোনা রোগীদের মেডিকেল অক্সিজেন সরবরাহের বিষয়ে ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই মুহূর্তে পর্যাপ্ত অক্সিজেন স্টক রয়েছে।
এর আগে, ইউক্রেনে অক্সিজেন সরবরাহ পরিস্থিতি খুব বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে বলে জানান ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস ও ইউরোপের আঞ্চলিক পরিচালক ড. হান্স ক্লুজ। তারা বলেন, দেশটির বেশিরভাগ হাসপাতালের অক্সিজেন রিজার্ভ আগামী ২৪ ঘণ্টার মধ্যে শেষ হয়ে যেতে পারে। কোনও কোনও হাসপাতালে ইতিমধ্যেই ফুরিয়ে গেছে। এতে করে দেশটিতে হাজার হাজার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে বলেও জানান। সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com