নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য করায় বারদী ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাবুল ওরফে লায়ন বাবুলের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন গ্রহণ করেছেন আদালত। সেই সঙ্গে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক।
রোববার (২৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালত এ আদেশ দেন।
এর আগে উপজেলার চেঙ্গাকান্দী পাইকপাড়া এলাকার আবুল হাশেমের ছেলে মো. ফারুক সকালে আদালতে মামলার আবেদন করেন।
মামলার বাদী ফারুক বলেন, ‘বারদী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন বাবুল একটি ওয়াজ মাহফিলে প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের রাষ্ট্রপ্রধান। তার বেফাঁস এ মন্তব্যে মানহানি হয়েছে। এজন্য লায়ন বাবুলের বিরুদ্ধে মামলার আবেদন করেছিলাম। আদালত মামলাটি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
সম্প্রতি সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া দেওয়ান বাড়ির বার্ষিক ওয়াজ মাহফিলে বক্তব্য দেন লায়ন বাবুল। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ‘আমাকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। আমার এলাকায় আমি ম্যাজিস্ট্রেট। আমি যা বলবো তাই হবে। আমি যদি সুইচ অফ বলি তাহলে সেটাই হবে। প্রশাসন আমার পক্ষে কাজ করবে। কারও ফোনে প্রশাসন আসবে না। বারদী ইউনিয়নে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আসেন তাহলে অনুমতি লাগবে।’
এরই মধ্যে তাকে জেলা আওয়ামী লীগ থেকে শোকজ, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে সাময়িক অব্যাহতি ও কেন্দ্রে স্থায়ীভাবে তাকে বহিষ্কারের সুপারিশ করেছে জেলা ও উপজেলা আওয়ামী লীগ।