চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ঢাকায় পরিবহনের সময় কাভার্ডভ্যানে থাকা পণ্য চুরির অভিযোগে তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকার ১১টি কাপড়ের রোল উদ্ধার করা হয়।
সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বারৈয়ারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. জাহিদুল ইসলাম (২৮), মো. শহিদ উল্ল্যাহ ও মো. আল আমিন (২৫)। তাদের মধ্যে আল আমিন, জাহিদ কাভার্ডভ্যানচালক ও শহিদ ওই গাড়ির হেলপার। এছাড়া জাহিদ আমদানি-রপ্তানি পণ্য চুরি চক্রের মূলহোতা বলে জানিয়েছে র্যাব।
সূত্র জানায়, ‘জেএম ট্রেডার্স’বিদেশ থেকে কিছু কাপড়ের রোল আমদানি করে। এসব পণ্য চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় পৌঁছাতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা আনোয়ারুল ইসলাম আটক জাহিদের সঙ্গে চুক্তি করে। চুক্তির পর ২০ ফেব্রুয়ারি জাহিদ কাভার্ডভ্যানে করে ৩০০টি রোল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
কাভার্ডভ্যানটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারৈয়ারহাট এলাকায় পৌঁছালে গাড়ির পেছনে থাকা সিলগালা অক্ষত রেখে কৌশলে ১১টি রোল চুরি করে জাহিদ ও চালকরা। পরে চুরি করা কাপড়গুলো চট্টগ্রামের খাতুনগঞ্জ এলাকায় পৌঁছানোর জন্য আরেকটি গাড়িতে বুকিং দেওয়ার সময় তাদের আটক করে র্যাব।
অভিযানের নেতৃত্বে ছিলেন র্যাবের চট্টগ্রাম সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন ভূঁইয়া। তিনি জাগো নিউজকে বলেন, আটক জাহিদ দীর্ঘদিন এ কাজে জড়িত। তাদের এমন কার্যকলাপে বহির্বিশ্বে দেশের সুনাম নষ্ট হচ্ছে। কারণ মালামাল পাঠানোর পর ক্রেতারা যথাযথভাবে সেগুলো পাচ্ছিল না।