চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১১ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে বাংলাদেশ নৌ পুলিশ।
নৌ পুলিশের ট্রেনিং, লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার সাথী রানী শর্মা ডিএমপি নিউজকে জানান, নদীমাতৃক বাংলাদেশের মৎস্য সম্পদ রক্ষা করার প্রয়াসে নৌ পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় সদর নৌ থানা, চাঁদপুর এবং নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি, চাঁদপুরের পদ্মা, মেঘনা নদী এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ১১ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা, যার সর্বমোট আনুমানিক মূল্য ৩ কোটি ৩০ লক্ষ টাকা।
তিনি আরো জানান, জব্দকৃত অবৈধ কারেন্ট জাল জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশক্রমে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অবৈধ কারেন্ট জাল উৎপাদনকারীর বিরুদ্ধে গোয়েন্দা নজরদারী অব্যাহত আছে।
অভিযান পরিচালনা প্রসঙ্গে নৌ পুলিশ প্রধান মোঃ শফিকুল ইসলাম, বিপিএম(বার), পিপিএম (বার) বলেন, “কারেন্ট জালের উৎপাদন বন্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে নৌ পুলিশ। দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল নির্মূল না হওয়া পর্যন্ত নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”