কুমিল্লা চান্দিনা থেকে ২২.৩ কেজি গাঁজাসহ তিনজন মহিলা মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১১ সিপিসি ২ এর সদস্যরা।
র্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১১ ফেব্রুয়ারি চান্দিনা উপজেলার রারিরচর (কাঠের পোল) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২২.৩ কেজি গাঁজাসহ তিনজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন দিনাজপুরের হাজেরা বেগম(৫০), রাবেয়া আক্তার (৪২), মোঃ নজরুল ইসলামের স্ত্রী কুলছুম আক্তার (৩৫)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ ঘটনায় চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর ইনচার্জ মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।