দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ডিলার চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (উত্তর) সহকারী পরিচালক মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বুধবার (৯ ফেব্রুয়ারি) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা টেকনাফভিত্তিক মূলহোতা ও ঢাকার ইয়াবা ডিলার চক্রের সদস্য। তাদের মধ্যে একজন নারী। মূলত টেকনাফের ডিলারের মাধ্যমে রাজধানীতে ইয়াবা নিয়ে আসতো তারা। পরে ঢাকার ডিলারদের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিতো। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে দুপুরে তেজগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (উত্তর) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান মেহেদী হাসান।