কুমিল্লায় র্যাব-১১ সিপিসি-২ এর একটি টিম বিশেষ অভিযান চালিয়ে কোতয়ালী থানা এলাকা থেকে ৬৮৪ বোতল ফেন্সিডিল, ৯২ বোতল বিদেশী মদ ও জগন্নাথপুর এলাকা থেকে ৮৯ বোতল ইস্কার্প সিরাপ, ৫ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৮ ফেব্রুয়ারি কুমিল্লা কোতয়ালী থানাধীন ঢুলিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রাইভেটকারে করে মাদক পরিবহনের সময় ৬৮৪ বোতল ফেন্সিডিল ও ৯২ বোতল বিদেশী মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো কুমিল্লা কোতয়ালী থানার ঘিলাতলী গ্রামের মৃত নূরু মিয়ার ছেলে মোঃ আল আমিন(৩০), একই গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে মোঃ মেহেদী হাসান বাপ্পি(২০)। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
পৃথক অভিযানে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৭ ফেব্রুয়ারি কুমিল্লা কোতয়ালি থানাধীন বিবির বাজার রোডের জগন্নাথপুর পূর্বপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৮৯ বোতল স্কার্প সিরাপ ও ৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা কোতয়ালী থানার গাজীপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে মোঃ আবুল কালাম(৫০)।