করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর রোববার (৩০ জানুয়ারি) থেকে বিচারকাজে ফিরছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রোববারের জন্য প্রকাশিত আপিল বিভাগের কার্যতালিকায় প্রধান বিচারপতির নাম রয়েছে।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী করোনা আক্রান্ত হয়ে গত বুধবার (১৯ জানুয়ারি) রাত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রধান বিচারপতির স্ত্রী গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার (২৫ জানুয়ারি) স্ত্রীসহ করোনা মুক্ত হয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাসপাতাল থেকে বাসায় ফিরেন।
অন্যদিকে, প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে পাঁচ বিচারপতি আপিল বেঞ্চ বিচারকাজ পরিচালনা করে আসছিলেন। মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের সময় ভার্চুয়াল ও ক্ষেত্র বিশেষে শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম চলে আসছিল।
এর মধ্যে গত ২৯ নভেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন যে, গত ১ ডিসেম্বর থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।
পরে ১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের উভয় বিভাগে শারীরিক উপস্থিতিতে কার্যক্রম শুরু হয়। কিন্তু সংক্রমণ বেড়ে যাওয়ায় বিচারপতি, বিচারক ও আইনজীবীদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আসে। এর পর ১৮ জানুয়ারি সুপ্রিম কোর্ট প্রশাসন আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনার জন্য স্মারক জারি করে। পরদিন ১৯ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনা করে আসছে।