খুলনা মহানগরীতে শ্যালক ও শ্বশুরের পিটুনিতে মো. সবুজ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে নগরীর মিয়াপাড়া পাইপের মোড়ের নতুন রাস্তার গলির একটি বাড়িতে এ মারধরের ঘটনা ঘটে। ওই বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া করতেন সবুজ। তার শ্বশুরের পরিবার নগরীর লবণচোরা থানার তোতার ব্রিজ এলাকায় বসবাস করেন।
অভিযোগ উঠেছে, শনিবার দুপুরে স্ত্রীর সঙ্গে সবুজের ঝগড়া হয়। পরে তার শ্বশুর সিদ্দিক ও শ্যালক সাগর এসে তাকে বেধড়ক মারধর করেন। মারধরের সময় তারা সবুজের মাথায় ও বুকে ইট এবং ছুরি দিয়ে আঘাত করেন। এতে সবুজের গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেছে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল-মামুন বলেন, সবুজ শ্যালক-শ্বশুরের মারধরের আঘাতে মারা গেছেন কি-না তা নিয়ে তদন্ত চলছে। এ নিয়ে আমাদের একটি দল মাঠে কাজ করছে। সবুজের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা দায়ের করা হয়নি। যেহেতু আঘাতে সবুজের মৃত্যু হয়েছে।