বিদেশে নেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় বিদেশ নেওয়ার প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) রাতে ধর্ষণের শিকার কিশোরীর ভাই মো. রুবেল মিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে জোরপূর্বক ধর্ষণ ও সহযোগিতার অপরাধে এ মামলা দায়ের করা হয়।
মামলায় ফেনারবাঁক ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত মনফর আলীর ছেলে মো. শহীদ মিয়া (৫৫) ও অজ্ঞাত একজনকে বিবাদী করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণে শিকার কিশোরীর বাবা সহজ-সরল প্রকৃতির লোক। সে ও তার বাবা হাওরে একসঙ্গে গরু রাখার কাজ করে। সেই সুবাদে বিবাদীর সঙ্গে ওই কিশোরীর বাবার সম্পর্ক গড়ে ওঠে।
একপর্যায়ে বিবাদী শহীদ মিয়া কিশোরীর বাবাকে বলে তার মেয়েকে সরকারিভাবে বিদেশে পাঠানো হলে ৪০ হাজার টাকা বেতন পাবে। এতে শহীদ মিয়ার কথা রাজি হলে গত ১৫ জানুয়ারি তার বাবাকে বলে আপনার মেয়েকে বিদেশ পাঠাতে হলে জন্ম নিবন্ধন কার্ড করতে হবে।
কিশোরীর বাবা সরল বিশ্বাসে জন্ম নিবন্ধন কার্ড করার জন্য শহীদ মিয়ার সঙ্গে তার মেয়েকে পাঠিয়ে দেন। পথিমধ্যে নির্জন স্থানে নিয়ে অজ্ঞাত আসামির সহযোগিতায় তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
পরে রাতে মোটরসাইকেল করে বিবাদী শহীদ মিয়া তাকে বাড়ি পাঠিয়ে দেয়। এ ব্যাপারে জামালগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের জানান, এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। অপরাধীকে গ্রেপ্তার করতে জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি