রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ইউএস ডলার, সৌদি রিয়াল ও বাংলাদেশি পাসপোর্টসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর দারুস সালাম থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- জসিম সরদার, ইমন মকদম, আবুল বাশার ও মোঃ মাইনুল ইসলাম নিবির। এসময় তাদের হেফাজত থেকে সর্বমোট- ২৪৮টি USA ONE HUNDRED DOLLARS, ২০ টি FIVE HUNDRED SAUDI RIYALS, ০৫টি বাংলাদেশি পাসপোর্ট ও বিশেষ কায়দায় এসব পরিবহনের জন্য ব্যবহৃত কিছু কালো কসটেপ উদ্ধারমূলে জব্দ করা হয়।
এ সংক্রান্তে দারুস সালাম থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১৪ জানুয়ারি ২০২২) সন্ধ্যা ০৬:১৫ টায় দারুস সালাম থানার গাবতলী টু টেকনিক্যাল সড়কের গাবতলী বীজ এলাকায় অভিযান চালিয়ে জসিম, ইমন, বাশার ও নিবিরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা বিশেষ কৌশলে অবৈধভাবে বিদেশি মুদ্রা (ডলার/রিয়াল) ও পাসপোর্ট বহন করছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।