পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পেলেন এসআই সহিদুল ইসলাম পিপিএম। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে ২৪ পুলিশ কর্মকর্তাকে পরিদর্শক হিসেবে পদোন্নতি দেওয়া হয়। বর্তমানে পুলিশের এই চৌকস কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটনের লালবাগ জুনে কর্মরত রয়েছেন।
এক সময়ে কুমিল্লাবাসীর নিকট খুব বেশি পরিচিত ও জনপ্রিয় পুলিশ কর্মকর্তা ছিলেন সহিদুল ইসলাম। অন্যদিকে অপরাধীদের নিকট ছিলেন এক আতঙ্ক। তিনি কুমিল্লার দেবীদ্বার , কোতয়ালী মডেল থানাসহ ডিবি পুলিশে প্রায় ৫ বছর সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। কুমিল্লা জেলার অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ি ও ছিনতাইকারীদের নিকট সব সময় আতঙ্কের নাম ছিল ডিবি সহিদ কামালের নাম।
সর্বশেষ তিনি কুমিল্লা থেকে বদলি হয়ে ডিএমপিতে যোগদান করেন। পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি লাভ করায় সহিদুল ইসলামকে নাগরিক খবরের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ।
জানা যায়, বাংলাদেশ পুলিশের ২৪ জন উপ-পরিদর্শককে (এসআই-নিরস্ত্র) পদোন্নতি দিয়ে পরিদর্শক (ইন্সপেক্টর) করা হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জারি করা এক প্রজ্ঞাপন থেকে এই পদোন্নতির তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে সাক্ষর করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের নামের তালিকা: