প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেছেন, মালয়েশিয়ায় অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশিদের নিয়মিতকরণ ও তাদের জন্য উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন ও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সমন্বয়ে কমিটি গঠনের প্রস্তাব পাওয়া গেছে।
সোমবার (২০ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের সঙ্গে সাক্ষাৎকারে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা সেরি হামজা বিন জয়েনউদ্দিন এ কমিটি গঠনের প্রস্তাব দেন। মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সচিব এ কথা বলেন।
তিনি বলেন, প্রায় সাড়ে তিন বছর পর গত ১৯ ডিসেম্বর মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য খুলে দেওয়ার ব্যাপারে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ২০ ডিসেম্বর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ এমপি।
সাক্ষাৎকালে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রম অভিবাসনের ক্ষেত্রে কর্মী কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। একজন কর্মীও যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয় সে বিষয়ে তার মন্ত্রণালয় সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত।
তিনি আরও বলেন, আমরা চাই, একজন বিদেশি কর্মীকেও যেন অনিয়মিতভাবে মালয়েশিয়ায় অবস্থান করতে না হয়। সুত্র:জানি