রাজধানীর রামপুরায় ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, রামপুরায় নির্যাতিতা নারীর সঙ্গে তার স্বামীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী ঘর থেকে বের হয়ে যান। বিষয়টি জানতে পেরে স্বামীর বন্ধু মহর আলী ওই নারীর বাসায় আসেন। মিটমাট করার কথা বলে নির্যাতিতা নারীকে হাজীপাড়ার নিজ বাসায় নিয়ে যান। পরে তাকে ধর্ষণ করা হয়। বিষয়টি স্বামীকে জানানোর পর তারা থানায় ধর্ষণ মামলা করেন।
মামলার ভিত্তিতে পুলিশ গতকাল রোববার (১৬ আগস্ট) মহর আলীকে গ্রেফতার করে। ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..