1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
তৃণমূল পর্যায়ে পুলিশের কল্যাণে ৫ নির্দেশনা দি‌লেন প্রধান উপদেষ্টা ছু‌টি বাড়া‌নোর দাবী‌তে মহাসড়ক অবরোধ প্রধান উপ‌দেষ্টার সা‌থে সেনা প্রধা‌নের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দখলবাজ‌দের আটক ক‌রে পুলিশে দিন: হাসনাত আবদুল্লাহ কু‌মিল্লায় আইনজীবী স‌মি‌তির সা‌বেক সম্পাদক আবু তা‌হের কারাগা‌রে কু‌মিল্লার লাকসা‌মে স্বামীকে আট‌কে গৃহবধু‌কে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫ ঢাকার গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে চালু হয়েছে ‘কিউআর কোড হেল্প’ অ্যাপ কু‌মিল্লায় কো‌টির টাকার ভারতীয় আতশ বা‌জি উদ্ধার ক‌রে বি‌জি‌বি চট্রগ্রা‌মে নারী কর্মকর্তাকে চেয়ার ছুড়ে মারা যুবদল নেতা গ্রেফতার রাজধানীর উত্তরায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেলো গুলি

য‌শো‌রের ফুটপা‌তে প‌ড়ে থাকা বৃদ্ধ শাহজালা‌লের পা‌শে পুনাক সভা‌নেত্রী

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ২০২ বার পঠিত

৭০ বছ‌রের বৃদ্ধ শাহজালাল পাঁচদিন ধরে পড়েছিলেন যশোর শহরের রেলগেট এলাকার সড়কের পাশের ফুটপাতে। শরীরে পচন ধরেছে তার, বাতাসে ছড়াচ্ছিল দুর্গন্ধ। অজ্ঞাতপরিচয় এ বৃদ্ধের এমন করুণ দশা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সেটি নজরে আসে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভাপতি জীশান মীর্জার। এরপরই তিনি বৃদ্ধ শাহজালালের খোঁজখবর নিতে যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দারকে অনুরোধ করেন। পরে মৃত্যুপথযাত্রী বৃদ্ধকে উদ্ধার করে ভর্তি করানো হয় স্থানীয় একটি হাসপাতালে। পুনাক সভাপতির আন্তরিক ব্যবস্থাপনায় উন্নত চিকিৎসার জন্য তাকে আনা হয় ঢাকায়।

পুনাক সভানেত্রীর উদ্যোগে ওই বৃদ্ধকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তার খাওয়া-দাওয়া ও দেখভালের জন্য একজন লোক রাখা হয়। বর্তমানে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন বৃদ্ধ শাহজালালের শারীরিক অবস্থা অনেকটাই ভালো।

সোমবার (২০ ডিসেম্বর) সকালে পুনাক সভাপতি ওই বৃদ্ধকে দেখতে হাসপাতালে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। বৃদ্ধ শাহজালালের জন্য সঙ্গে নেন কম্বল, পোশাক, মিষ্টি, অন্যান্য খাবার ও ফলমূল। এসময় তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টরা পুনাক সভাপতিকে ধন্যবাদ জানান।

জীশান মীর্জা বলেন, আজ হাসপাতালে যাকে দেখতে এসেছি তার নাম শাহজালাল। তার শরীরে পচন ধরেছিল। শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। তিনি কথা বলতে পারতেন না। এখন তার অবস্থা অনেকটা ভালো। তিনি এজন্য যশোর জেলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

শুধু বৃদ্ধ শাহজালালই নন, এভাবে আরও অনেক অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে আলো ছড়িয়ে যাচ্ছেন পুনাক সভাপতি জীশান মীর্জা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com