৭০ বছরের বৃদ্ধ শাহজালাল পাঁচদিন ধরে পড়েছিলেন যশোর শহরের রেলগেট এলাকার সড়কের পাশের ফুটপাতে। শরীরে পচন ধরেছে তার, বাতাসে ছড়াচ্ছিল দুর্গন্ধ। অজ্ঞাতপরিচয় এ বৃদ্ধের এমন করুণ দশা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সেটি নজরে আসে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভাপতি জীশান মীর্জার। এরপরই তিনি বৃদ্ধ শাহজালালের খোঁজখবর নিতে যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দারকে অনুরোধ করেন। পরে মৃত্যুপথযাত্রী বৃদ্ধকে উদ্ধার করে ভর্তি করানো হয় স্থানীয় একটি হাসপাতালে। পুনাক সভাপতির আন্তরিক ব্যবস্থাপনায় উন্নত চিকিৎসার জন্য তাকে আনা হয় ঢাকায়।
পুনাক সভানেত্রীর উদ্যোগে ওই বৃদ্ধকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তার খাওয়া-দাওয়া ও দেখভালের জন্য একজন লোক রাখা হয়। বর্তমানে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন বৃদ্ধ শাহজালালের শারীরিক অবস্থা অনেকটাই ভালো।
সোমবার (২০ ডিসেম্বর) সকালে পুনাক সভাপতি ওই বৃদ্ধকে দেখতে হাসপাতালে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। বৃদ্ধ শাহজালালের জন্য সঙ্গে নেন কম্বল, পোশাক, মিষ্টি, অন্যান্য খাবার ও ফলমূল। এসময় তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টরা পুনাক সভাপতিকে ধন্যবাদ জানান।
জীশান মীর্জা বলেন, আজ হাসপাতালে যাকে দেখতে এসেছি তার নাম শাহজালাল। তার শরীরে পচন ধরেছিল। শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। তিনি কথা বলতে পারতেন না। এখন তার অবস্থা অনেকটা ভালো। তিনি এজন্য যশোর জেলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
শুধু বৃদ্ধ শাহজালালই নন, এভাবে আরও অনেক অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে আলো ছড়িয়ে যাচ্ছেন পুনাক সভাপতি জীশান মীর্জা।