রাজধানীর মতিঝিলে অতিরিক্ত মদপানে মহন শেখ (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই আলাউদ্দিন শেখ বলেন, আমার ভাই মতিঝিল শাপলা চত্বর এলাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। বুধবার (১৫ ডিসেম্বর) বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আজ রাতে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, তাদের গ্রামের বাড়ি পাবনার সাঁথিয়া থানার পাইকর হাটি গ্রামে। বর্তমানে মতিঝিল এলাকাতেই থাকতেন মহন শেখ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মতিঝিল থেকে অতিরিক্ত মদপানরত অবস্থায় একজনকে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।