নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতার সদস্যের নাম- মো. সাজ্জাত হোসেন শাকিল (২১)। তার বাড়ি চট্রগ্রামের লোহাগড়ায়।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে এটিইউয়ের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস বিভাগের পুলিশ সুপার (এসপি) মো. আসলাম খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানাধীন দরবেশহাট বাজারস্থ নিউ দরবেশীয়া কম্পিউটার অ্যান্ড ডিজিটাল স্টুডিওতে অভিযান পরিচালনা করে আনসার আল ইসলাম সক্রিয় সদস্য সাজ্জাত হোসেন শাকিলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকালে তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট, তিনটি সিম কার্ড, একটি ল্যাপটপ, উগ্রবাদী বই- গাজওয়াতুল হিন্দ, তাফীরের ব্যাপারে সতর্ক হন এবং বিভিন্ন উগ্রবাদী কনটেন্টসহ উগ্রবাদী কর্মকাণ্ডে সম্পৃক্ততার সাতাশ পাতা স্ক্রিনশট জব্দ করা হয়েছে।
এসপি মো. আসলাম খান বলেন, গ্রেফতার সাজ্জাত হোসেন শাকিল ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র, হত্যা, জনমনে ত্রাস ও ভীতি, দেশে অস্থিরতা, অনলাইন ও সাইবার স্পেসের মাধ্যমে প্রচার-প্রচারণা, জননিরাপত্তা বিপন্ন করা, জনমনে ত্রাস আতন্ত সৃষ্টির লক্ষ্যে পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি গ্রহণ করে আসছিল। শাকিল আনসার আল ইসলামের মতাদর্শ প্রচারের জন্য চারটি ফেসবুক আইডি ব্যবহার করে আসছিলো।
তিনি বলেন, গোপনীয় তথ্য এবং প্রচারণা চালানোর জন্য সে তার সহযোগীদের নিয়ে একাধিক এনক্রিপ্টেড চ্যাট গ্রুপ ও মেসেঞ্জার গ্রুপের অ্যাডমিন হিসেবে ২০১৯ সাল থেকে তথাকথিত খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে নানাবিধ তৎপরতা চালিয়ে যাচ্ছিলো। সে এবং তার সহযোগীগণ জিহাদের জন্য অপরাপর সদস্যদের প্রশিক্ষণ, নতুন সদস্য সংগ্রহ করার ব্যাপারে উদ্বুদ্ধ করতো।
সাজ্জাত হোসেন শাকিল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যপদ গ্রহণ, সমর্থন, এবং অনলাইনে সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করায় তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে বলেও জানান এটিউয়ের এই কর্মকর্তা।