আগামীকাল (১৫ ডিসেম্বর ২০২১) সকাল ১০টার এইচএসসি পরীক্ষার্থীদের হাতে সময় নিয়ে রওনা হয়ে সকাল ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ভারতের মহামান্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এর বাংলাদেশে আগমন উপলক্ষে রাজধানীতে বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলেই এই অনুরোধ ডিএমপির পক্ষ থেকে।
মহান বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার (১৫ ডিসেম্বর ২০২১) ভারতের মহামান্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশে আসবেন। এসময় ভিভিআইপি মুভমেন্টের কারণে কিছু সংখ্যক রাস্তা বন্ধ থাকবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার) ভিভিআইপি মুভমেন্টের কারণে এইচএসসি পরীক্ষার্থীদের আগামীকাল (বুধবার) হাতে যথেষ্ট সময় নিয়ে বাসা হতে বের হওয়ার অনুরোধ করেছেন।
আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর ২০২১) বেলা ১২:০০ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন,‘‘ভিভিআইপি মুভমেন্টের জন্য কোন পরীক্ষার্থী রাস্তায় যানজটে পড়লে বা পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে সমস্যায় পড়লে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে”।