1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :

ভৈর‌বে পু‌লি‌শের উপর হামলা চা‌লি‌য়ে দুই আসা‌মি‌কে ছি‌নি‌য়ে নিলো মাদক কারবারীরা

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৪১৬ বার পঠিত

কিশোরগঞ্জের ভৈরবে দুই পুলিশ কর্মকর্তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে ভৈরব থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিম ও মো. করিম গুরুতর আহত হয়েছেন।

রোববার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে ভৈরবের ঘোড়াকান্দা পলাশ সিনেমা হল রোড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ভৈরব থানাসূত্রে জানা গেছে, রাতে ভৈরব থানার ওয়ারেন্ট অফিসার এএসআই এএসআই রেজাউল করিম ও এএসআই মো. করিম পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে ঘোড়াকান্দা এলাকায় যান। সেখান থেকে ভৈরবপুরের তমিজ উদ্দিনের ছেলে মো. রাসেলকে গ্রেফতার করেন।

পরে আসামিসহ দুই পুলিশ কর্মকর্তা একটি রিকশা গ্যারেজে বসে কথা বলছিলেন। এসময় মাদক কারবারি ও হত্যা মামলার আসামি সানি, মামুনসহ ১৫-২০ জন তাদের ওপর হামলা চালায়। এসময় তারা দুই পুলিশ কর্মকর্তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই দুই পুলিশ কর্মকর্তার হাত ও ঘাড়ে জখম হয়েছে।

আহত এএসআই রেজাউল করিম জানান, পরোয়ানাভুক্ত আসামি রাসেলকে ধরতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। সন্ত্রাসীরা তাদেরকে রাম দা দিয়ে কুপিয়ে জখম করে। তারা আসামি রাসেলকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ রাতেই বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com