যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফের আলোচনায় বসবেন বলে জানিয়েছে ক্রেমলিন। রবিবার (১২ ডিসেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। গত ৭ ডিসেম্বরও আলোচনা করেছিলেন বাইডেন ও পুতিন।
প্রতিবেদনে বলা হয়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়াকে নেতিবাচকভাবে উপস্থাপনের জন্য উত্তেজনা তৈরি করা হচ্ছে। দুই নেতা আরেক দফা আলোচনায় সম্মত হয়েছেন। এটা ভিডিও কলের মাধ্যমে হতে পারে।
এর আগে, ৭ ডিসেম্বরের বৈঠকে রাশিয়াকে সতর্ক করে দিয়ে বাইডেন বলেছেন, মস্কো যদি ইউক্রেনে সামরিক অভিযান চালায় তাহলে এর কঠোর জবাব দেবে ওয়াশিংটন।
প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকের পর হোয়াইট হাউস থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনের চারপাশে রাশিয়ার শক্তি বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগের কথা জানিয়েছেন।
তিনি স্পষ্ট করে বলেন, ওই অঞ্চলে রাশিয়া তাদের সেনা কার্যক্রম বাড়ালে এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্র দেশগুলো মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিকসহ অন্যান্য পদক্ষেপ গ্রহণ করে কঠোর জবাব দেবে।