কুমিল্লায় র্যাব ১১ সিপিসি ২ এর পৃথক দুটি অভিযানে গাঁজা ও ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়।
র্যাব সুত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল শুক্রবার ৩ ডিসেম্বর বিকেলে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা বুড়িচং থানার জগতপুর গ্রামের মোঃ তাজুল ইসলামের ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৬) ।
পৃথক আরও একটি অভিযানে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন দূর্গাপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৫ হাজার ২০০ পিস প্যান্টাডল ট্যাপপেন্ডাডল ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা কোতয়ালী থানার বামাইল গ্রামের মোঃ কামাল হোসেন এর ছেলে মোঃ সবুজ মিয়া (২০) ও বড়জালা গ্রামের মোঃ ফারুক এর ছেলে মোঃ জাহিদুল হাসান (১৯)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়।