নারায়ণগঞ্জের আড়াইহাজারে নবজাতক শিশুকে রেখে পালিয়েছেন বাবা-মা পরিচয় দেওয়া এক দম্পতি। রোববার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশরাফুল আমিন জানান, মা-বাবা পরিচয় দিয়ে চিকিৎসার জন্য নবজাতক মেয়ে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন এক দম্পতি। কিন্তু তাদের নাম পরিচয় জানার আগেই শিশুটিকে হাসপাতালের একটি রুমে রেখে কৌশলে পালিয়ে যান তারা। এরপর আর তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, শিশুটি কোথায় রাখবে তার জন্য সমাজ সেবা অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। যারা হাসপাতালে নিয়ে আসছিল তারা প্রকৃতপক্ষে নবজাতকের বাবা ও মা কী-না সেটি জানার চেষ্টা চলছে