নোয়াখালীর চাটখিলে অস্ত্রসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোরাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অস্ত্র-মাদকসহ ১৪টি মামলা রয়েছে। শনিবার (২৭ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল পৌরসভার দশানী টবগা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- দশানী টবগা গ্রামের তকদীর হোসেন প্রফেসর বাড়ির আলমগীর হোসেনের ছেলে ফুয়াদ হোসেন সৈকত (২৭) ও ভাওর আলীপুর গ্রামের ভেন্ডার বাড়ির এছাক মিয়ার ছেলে মামুন হোসেন (৩০)।
এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি, শর্টগানের অব্যবহৃত দুটি কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, দুটি চাকু, চোরাই কাজে ব্যবহৃত দুটি স্ক্রু ড্রাইভার, তিনটি বিভিন্ন সাইজের প্লাস, একটি ড্রিল মেশিন ও দুটি ড্রিল মেশিনের স্ক্রু উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ফুয়াদ হোসেন সৈকত মোটরসাইকেল চোরাই চক্রের মূলহোতা। তার বিরুদ্ধে মাদক, চুরি, অস্ত্রসহ ১৪টি মামলা রয়েছে। এছাড়া তার সহযোগী মামুন হোসেনের বিরুদ্ধেও নয়টি মামলা চলমান রয়েছে।
অন্যদিকে, অস্ত্র উদ্ধারের ঘটনায় শনিবার রাতে চাটখিল থানায় সংশ্লিষ্ট আইনে আরও একটি মামলা (নম্বর-১১) করা হয়েছে। রোববার (২৮ নভেম্বর) তাদেরকে নোয়াখালী চিফ জুডিসিয়াল মাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।