চট্টগ্রাম মহনিগরীর ডবলমুরিং এলাকায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে লরিচাপায় সাদিয়া আফরোজ অনিকা (২৩) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে থানার ডিটি রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া নগরের আকবরশাহ থানার উত্তর কাট্টলি এলাকার বাসিন্দা আরমান শাকিলের স্ত্রী। তিনি আগ্রাবাদের সরকারি কমার্স কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ ইবনে জামিল বলেন, স্বামীর মোটরসাইকেলের পেছনে বসে কোচিং শেষে শশুরবাড়ি ফিরছিলেন গৃহবধু সাদিয়া। ডিটি রোড এলাকায় একটি গর্তে পড়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। পরে পেছন থেকে একটি লরি তাকে চাপা দিলে তিনি নিহত হন।