গর্ভধারিণী মা, মা, মা।
কোটি ফুল ফোটে আছে, অনন্ত গগনে,
আঁধারে একটা করে দেখছি, মা’র স্মরণে।
কোন পুষ্পটা আমার মাতা,খুঁজে যে পাচ্ছি না!
হে সৃষ্টিকর্তা বলে দাও, কোনটা মাম্মির সম্মাননা।।
ইলাহির সেরা সৃষ্টি, মানবজাতির জননী,
এ সত্যটা জানে তাঁরা, যারা ধরা’য় অতি জ্ঞানী।আজকের কালো মাসে,আম্মিকে বেশি পড়ে মনে,
আম্মাজানের স্মৃতি ভেসে বেড়ায় চোখে সর্বক্ষণে।।
বিধাতা’র অপূর্ব বাগানে,আলো শুধু ‘মা’,
তাইতো মিনতি করি, করো আমায় ক্ষমা।
মাতা নেই যার নিঃস্ব যে সে, এ মনোরম ভুবনে,
গর্ভধারিণী প্রতিনিয়ত বেঁচে থাকে, মনুজের প্রাণে।।
গীতিকার: মোঃ আদিল মাহমুদ।
Leave a Reply